ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১২ দশমিক ৮২ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ৫৮ কোটি ১ লাখ ৮৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৪ কোটি ৫০ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সুহৃদের দর কমেছে ৬ দশমিক ৯৮ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৭ কোটি ৮৯ লাখ ৩০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৯৭ লাখ ৩২ হাজার ৫০০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা মালেক স্পিনিংয়ের দর কমেছে ৬ দশমিক ৭৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২৯ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ কোটি ৪৫ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-রহিমা ফুড করপোরেশনের ৬ দশমিক ৩৬ শতাংশ, জিল বাংলা সুগার মিলের ৬ দশমিক ২১ শতাংশ, ন্যাশনাল ফিডের ৬ দশমিক শূন্য ৩ শতাংশ, জিকিউ বলপেনের ৫ দশমিক ৬৩ শতাংশ, বেক্সিমকোর ৫ দশমিক ৬২ শতাংশ, সাভার রিফ্যাক্টরিজের ৫ দশমিক ৩৫ শতাংশ এবং শ্যামপুর সুগার মিলের ৫ দশমিক ৩৫ শতাংশ দাম কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস