Top
সর্বশেষ

কোহলির কাছে ক্রিকেট শিখতে চান গার্দিওলা

১৬ অক্টোবর, ২০২০ ৫:২০ অপরাহ্ণ
কোহলির কাছে ক্রিকেট শিখতে চান গার্দিওলা

লিওনেল মেসিদের কোচ হিসেবে তার আলাদা খ্যাতি আছে। বার্সেলোনার সাবেক ম্যানেজার পেপ গার্দিওলা ২০১৬ সাল থেকে ম্যানচেস্টার সিটির হটসিটে। কোচ হিসেবে তিনি কিংবদন্তিদের একজন।

জোড়া চ্যাম্পিয়নস লিগ, লা লিগা, প্রিমিয়ার লিগসহ বার্সেলোনাa, বায়ার্ন মিউনিখ এবং ম্যানচেস্টার সিটির হয়ে ক্লাব ফুটবলের বড় বড় ট্রফি জিতেছেন গার্দিওলা। অথচ এমন ক্ষুরধার ফুটবল মস্তিষ্কের একজন ক্রিকেটটা একদম বুঝেনই না!

ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির কাছে ক্রিকেট খেলার জটিল নিয়ম কানুন শিখতে চান গার্দিওলা। সম্প্রতি পুমার সৌজন্যে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে লাইভ চ্যাট সেশনে কোহলির সঙ্গে আড্ডায় এমন আগ্রহ প্রকাশ করেন পেপ।

আড্ডার এক পর্যায়ে স্প্যানিশ কোচ কোহলিকে বলেন, ‘ক্রিকেটের নিয়ম-কানুন অত্যন্ত জটিল। কোনও একদিন তোমার থেকে জেনে নেব। আমি কাতালুনিয়ার মানুষ। ওখানে খুব কম মানুষই ক্রিকেট বোঝে।’

ক্রিকেটে টানা কয়েকদিন খেলার পরও ম্যাচ কিভাবে ড্র হয়, সেটি মাথায়ই ঢুকে না গার্দিওলার। তিনি বলেন, ‘আমি শুনেছি তোমরা নাকি টানা ৩ দিন ধরে এই খেলা খেলে যেতে পারো এবং তারপরেও নাকি ম্যাচ ড্র হয়। আমি এসব কিছুই বুঝি না।’

ম্যান সিটি বসের কথা শুনে কোহলি তাকে প্রতিশ্রুতি দিয়েছেন কোন একদিন সুযোগ হলে ক্রিকেটটা বুঝিয়ে দেবেন। পেপের কথাকে সমর্থন করে কোহলি বলেন, ‘হ্যাঁ নিঃসন্দেহে, ফুটবলের নিয়ম-কানুন অনেক সহজ ক্রিকেটের তুলনায়। আর সে কারণেই হয়তো এই খেলাটা গোটা বিশ্বে এত জনপ্রিয়। তোমার মতোই যারা ক্রিকেট বোঝে না তারা জিজ্ঞেস করে আমরা কেন পাঁচদিন ধরে খেলার পরেও ম্যাচ জিততে পারি না? ব্যাপারটা সত্যিই অদ্ভুত, কিন্তু চিন্তা করো না। আমাদের কোনোদিন সাক্ষাৎ হলে নিশ্চয় তোমাকে এসব আমি শিখিয়ে দেব।’

কোহলির কথা শুনে গার্দিওলা করোনা মহামারি কেটে গেলে ভারতে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। একইসঙ্গে পেপ কোহলিকে বলেন, ‘হয়তো কোনোভাবে ক্রিকেট যথেষ্ট আকর্ষণীয়। কিন্তু অবশ্যই সেটা বুঝতে হবে। সাক্ষাৎ হলে আমরা একটি ক্রিকেট এবং ফুটবল ম্যাচ একসঙ্গে দেখব।’

শেয়ার