Top

সূচকের উত্থানে এগিয়ে চলছে শেষ কার্যদিবসের লেনদেন

০৩ জুন, ২০২১ ১১:১২ পূর্বাহ্ণ
সূচকের উত্থানে এগিয়ে চলছে শেষ কার্যদিবসের লেনদেন
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

জানা গেছে, বেলা ১১টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৬১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক দশমিক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৯১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০৩ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৪২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৪ টির, দর কমেছে  ৮৩ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৫ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৬০১ কোটি ৯৮ লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ৫৬৮ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ১৭৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯১ টির, দর কমেছে ৫৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১১ কোটি ৪২ লাখ ৮৬ হাজার টাকা।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার