Top

আলাউদ্দিন বাবুর হ্যাটট্রিকে ১১১ রানে থামল রূপগঞ্জ

০৩ জুন, ২০২১ ১১:৩৬ পূর্বাহ্ণ
আলাউদ্দিন বাবুর হ্যাটট্রিকে ১১১ রানে থামল রূপগঞ্জ

লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন ব্রাদার্স ইউনিয়নের পেসার আলাউদ্দিন বাবু। ইনিংসের শুরুতে উইকেট নিয়ে শুভসূচনা এনে দিয়েছিলেন বাবু; ধারাবাহিকতা বজায় রেখে করেন হ্যাটট্রিক।

বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ স্পন্সর্ড বাই ওয়ালটন-দ্বিতীয় ম্যাচে খেলতে নেমে আলাউদ্দিনের তোপে পড়ে ১১১ রানের বেশি করতে পারেনি রূপগঞ্জ।

ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টিতে (স্বীকৃত) পঞ্চম বাংলাদেশি হিসেবে আলাউদ্দিন হ্যাটট্রিকটি করেন। ৩ ওভার ১ বলে মাত্র ২১ রান দিয়ে ৪ উইকেট নেন এই বোলার।

ইনিংসের প্রথম ওভারে আলাউদ্দিন ফেরান ওপেনার আজমির আহমেদকে। দলীয় ১৭ ওভারের শেষ ২ বলে আউট করেন মুক্তার আলী ও সোহাগ গাজীকে। ইনিংসের শেষ ওভারের প্রথম বলে নাবিল সামাদকে ফিরিয়ে হ্যাটট্রিক করেন তিনি।

টস জিতে ব্যাটিং করতে নেমে রূপগঞ্জের হয়ে সর্বোচ্চ ২৮ বলে ৩৮ রানের ইনিংস খেলেন অধিনায়ক নাঈম ইসলাম। শুরুতেই ২ উইকেট হারানোর পর ইনিংসের হাল ধরেন তিনি। ১৮ বলে ২৩ রান করেন সাব্বির রহমান। বড় রানের আভাস দিয়ে ছক্কা মারার পরের বলেই ধরা পড়েন বাউন্ডারি লাইনে। এ ছাড়া ২০ রানের ঘর পেরোতে পারেননি কোনও ব্যাটসম্যান।

আলাউদ্দিন ছাড়াও ব্রাদার্সের হয়ে দারুণ বোলিং করেন সুজন হাওলাদার ও সাকলাইন সজীব। দুজনেই ৩ ওভার বোলিং করে নিয়েছেন ২টি করে উইকেট।

শেয়ার