সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এএফসি এগ্রো বায়োটিক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৮৯৭ বারে ১৪ লাখ ৬৮হাজার ১৮৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৫৩ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা প্যাসিফিক ডেনিমসের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ২৮ বারে ১ কোটি ২৪ লাখ ৭৪ হাজার ১৮৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৪ কোটি ৭১ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৯০৪ বারে ২০ লাখ ২১ হাজার ৩১১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০ কোটি ৮৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৯৭ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৯৫ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৯৫ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৯৩ শতাংশ, ক্রীস্টাল ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৯১ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৮৯ শতাংশ ও সুহৃদ ইন্ডাস্ট্রিজের ৯ দশমিক ৮৬ শতাংশ দর বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস