Top

কৃষি ও পল্লীর উন্নয়নে ৭৪ হাজার কোটি টাকা বরাদ্দ

০৩ জুন, ২০২১ ৪:৪৫ অপরাহ্ণ
কৃষি ও পল্লীর উন্নয়নে ৭৪ হাজার কোটি টাকা বরাদ্দ

প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কৃষি ও পল্লী উন্নয়ন খাতে ৭৪ হাজার ১০২ কোটি টাকা রাখার প্রস্তাব করা হয়েছে। ভৌত অবকাঠামো খাতে ১ লাখ ৭৯ হাজার ৬৮১ কোটি টাকার মধ্যে এ পরিমাণ টাকা রাখার প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার (৩ জুন) বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, গত এপ্রিল মাসে কৃষকের ঋণ পাওয়া সহজ করার লক্ষ্যে ৫ হাজার কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমে মোট ৩ হাজার ৯৩৬ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়েছে। নিম্ন আয়ের পেশাজীবি কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের মোট ১ হাজার ৭৭২ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়।

কৃষি আমাদের তৃতীয় সর্বোচ্চ অগ্রাধিকার খাত উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এ লক্ষ্যে আমরা অধিক খাদ্য উৎপাদনকল্পে কৃষি যান্ত্রিকীকরণ, সেচ ও বীজ প্রণোদনা, কৃষি পুনর্বাসন, সারের উপর ভর্তুকি প্রদানসহ কার্যক্রম অব্যাহত রাখবো। আর পল্লী উন্নয়ন ও কর্মসৃজনকে পঞ্চম অগ্রাধিকার প্রদান করেছি।

প্রসঙ্গত, ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ঘাটতি ধরা হচ্ছে ২ লাখ ১১ হাজার ১৯১ কোটি টাকা। আর অনুদান ছাড়া ঘাটতির পরিমাণ হচ্ছে ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা।

শেয়ার