Top

বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর ১৫ শতাংশ ভ্যাট

০৩ জুন, ২০২১ ৫:১৮ অপরাহ্ণ
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর ১৫ শতাংশ ভ্যাট

দেশের বেসরকারি সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে এ প্রস্তাব জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আগামী অর্থবছর থেকে ১৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব করায় শিক্ষার্থীদের টিউশন ফির ওপর ভ্যাটের খড়গ পড়ল। ফলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের খরচ বাড়বে।

বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট উত্থাপনের সময় এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী।

এর আগে ২০১০ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ওপর ভ্যাট আরোপ করা হয়েছিল। তবে সে সময় আদালতের নির্দেশনা না পাওয়ায় সেটি আদায় করা সম্ভব হয়নি।

বাজেট প্রস্তাবনায় অর্থমন্ত্রী বলেন, দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল কলেজ, বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে তাদের মোট আয়ের ওপর ১৫ শতাংশ ভ্যাট নির্ধারণ করা হয়েছিল। আমি মহান এই সংসদে কর হার ১৫ শতাংশ করার প্রস্তাব করছি।

এর আগে ২০১৫ সালেও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো থেকে ভ্যাট আদায় করতে চেয়েছিল সরকার। তবে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে সেই সিদ্ধান্ত থেকে সে সময় সরে আসা হয়।

শেয়ার