প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১৫৯ কোটি টাকা। ফলে গত অর্থবছরের চেয়ে দুদকের বরাদ্দ বাড়ল ৩৮ কোটি টাকা।
বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন। এবারের বাজেটের মূল প্রতিপাদ্য ‘জীবন ও জীবিকার প্রাধান্য, আগামীর বাংলাদেশ’। আওয়ামী লীগের তৃতীয় মেয়াদের তৃতীয় অর্থবছরের বাজেটের আকার ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা।
প্রস্তাবিত বাজেটে বলা হয়েছে, ২০১৯-২০ অর্থবছরে দুর্নীতি দমন কমিশনের বরাদ্দ ছিল ১০৬ কোটি টাকা। যার মধ্যে পরিচালন হিসেবে ধরা হয়েছিল ১০২ কোটি টাকা আর উন্নয়ন হিসেবে ৪ কোটি টাকা। অপরদিকে ২০২০-২১ অর্থবছরে বরাদ্দ দেওয়া হয় ১৫০ কোটি টাকা। এর মধ্যে পরিচালন হিসেবে ধরা হয় ১২৫ কোটি টাকা আর উন্নয়ন ব্যয় ছিল ২৫ কোটি টাকা। কিন্তু সংশোধিত বাজেটে দুদকের জন্য বরাদ্দ করা হয় ১২১ কোটি টাকা।
অপরদিকে প্রস্তাবিত ২০২১-২২ বাজেটে দুদকের পরিচালন হিসেবে ধরা হয়েছে ১৩৮ কোটি টাকা আর উন্নয়ন ব্যয় হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে ২১ কোটি টাকা।