Top

আইন ও বিচার বিভাগে ১ হাজার ৮১৫ কোটি টাকা বরাদ্দ

০৩ জুন, ২০২১ ৬:১৪ অপরাহ্ণ
আইন ও বিচার বিভাগে ১ হাজার ৮১৫ কোটি টাকা বরাদ্দ

প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরে বাজেটে আইন ও বিচার বিভাগে বরাদ্দ বেড়েছে। এ খাতে বরাদ্দ রাখা হয়েছে ১ হাজার ৮১৫ কোটি টাকা। যা ২০২০-২১ অর্থবছরের বাজেটে বরাদ্দ ছিল ১ হাজার ৭১৬ কোটি টাকা।

বৃহস্পতিবার (৩ জুন) দুপুর ৩টায় একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী এই প্রস্তাব দেন।

এদিন ২০২১-২২ অর্থবছরের জন্য অর্থমন্ত্রী ৬ লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন। এটি তার তৃতীয় বাজেট ঘোষণা। প্রস্তাবিত এই বাজেটে ঘাটতি ধরা হয়েছে জিডিপির ছয় দশমিক দুই শতাংশ। জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা তিন লাখ ৩০ হাজার কোটি ধরা হয়েছে।

শেয়ার