Top

প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাদ্দ বেড়েছে পৌনে দুই শতাংশ

০৩ জুন, ২০২১ ৬:১৪ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাদ্দ বেড়েছে পৌনে দুই শতাংশ
নিজস্ব প্রতিনিধি :

করোনাভাইরাস মহামারীর ভয়াবহ পরিস্থিতিতে এবারের বা অর্থনীতি পুনরুদ্ধারের প্রত্যাশায় আগামী অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা যা মোট জিডিপির ১৭ দশমিক ৪৭ শতাংশ। এবারের বাজেটে প্রধানমন্ত্রীর কার্যালয় ৩ হাজার ৯০৭ কোটি টাকা বাজেট পেশ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

প্রধানমন্ত্রীর কার্যলয়ের জন্য চলতি অর্থবছরে ৩ হাজার ৮৩৯ কোটি টাকা বাজেট পেশ করা হয়। তবে তা বাড়িয়ে সংশোধিত বাজেটে ৪ হাজার ৩২১ কোটি করা হয়। চলতি বছরে তুলনায় ২০২১-২২ অর্থবছরের বাজেট বেড়েছে ৬৮ কোটি টাকা। যা শতাংশ হিসেবে গেল বছরের চেয়ে পৌনে ২ শতাংশ বেশি।

বৈশ্বিক দুর্যোগ করোনা মহামারির মধ্যে এবার অর্থমন্ত্রীর বাজেট বক্তব্যের প্রতিপাদ্য ‘জীবন ও জীবিকার প্রাধান্য, আগামীর বাংলাদেশ’। ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার হচ্ছে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা যা মোট জিডিপির ১৭ দশমিক ৪৭ শতাংশ। চলতি বছরের সংশোধিত বাজেটের তুলনায় নতুন বাজেটের আকার বাড়ছে ৬৪ হাজার ৬৯৮ কোটি টাকা। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের আকার ৫ লাখ ৩৮ হাজার ৯৪৩ কোটি টাকা। প্রস্তাবিত বাজেট ছিল ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা।

শেয়ার