দুই বছর ধরে ক্রিকেটে নিষিদ্ধ ছিলেন শ্রীলংকার কিংবদন্তি ক্রিকেটার সনাৎ জয়াসুরিয়া। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে শিগগিরই ফিরছেন শ্রীলংকার হয়ে ১১০ টেস্ট ও ৪৪৫ ওয়ানডে খেলা তারকা অলরাউন্ডার।
অস্ট্রেলিয়ার মেলবোর্নে মালগ্রেভ ক্লাবের কোচ হয়ে ফের যুক্ত হচ্ছেন ক্রিকেটমঞ্চে। ২০১৯ সালের ফেব্রুয়ারির পর শিষ্যদের জন্য ব্যাট হাতে নেবেন জয়সুরিয়া।
তাকে এ সুযোগ করে দিয়েছেন তারই সতীর্থ শ্রীলংকার আরেক সাবেক অলরাউন্ডার তিলকারাত্নে দিলশান। মালগ্রেভ ক্লাবের প্রেসিডেন্ট মলিন পুল্লেনায়েগামের এক বিবৃতিতে এমনটাই স্পষ্ট হয়েছে।
তিনি বলেছেন, দিলশান আমাদের জন্য পথটা খুলে দিয়েছেন। এটা আমাদের জন্য দারুণ একটা প্রস্তাব ছিল। আমরা শুধু এটা নিয়ে কাজ করেছি এবং একটা চুক্তিতে পৌঁছতে পেরেছি। জয়সুরিয়াকে আমাদের ক্লাবের অংশ করতে পেরে আমরা ধন্য।
উল্লেখ্য, ২০১৭ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ চলাকালীন জাতীয় দলের প্রধান নির্বাচক ছিলেন জয়াসুরিরা। ওই সময় বিশেষ একটি অভিযোগে তার ওপর তদন্ত শুরু করে শ্রীলংকা ক্রিকেট বোর্ড। কিন্তু তিনি তদন্ত কর্মকর্তাদের সাহায্য করতে অনীহা প্রকাশ করেন। ফলে শাস্তি হিসেবে ২০১৮ সালের ১৫ অক্টোবর থেকে দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন জয়াসুরিয়া।
প্রসঙ্গত, ২২ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে শ্রীলংকা দলের সেরা পারফরমারদের অন্যতম ছিলেন সনৎ জয়সুরিয়া। ১১০ টেস্টে তার রানসংখ্যা ৬৯৭৩, যেখানে ১৪টি সেঞ্চুরি ও ৩১টি হাফসেঞ্চুরি রয়েছে।
৪৪৫ ওয়ানডেতে তার সংগ্রহ ১৩৪৩০ রান, যেখানে ২৮টি সেঞ্চুরি ও ৬৮টি হাফসেঞ্চুরি রয়েছে।
ওয়ানডেতে ৩২৩ ও টেস্টে ৯৮টি উইকেট রয়েছে এই কিংবদন্তি তারকার।