Top
সর্বশেষ

চেক প্রতারণা মামলায় ‘দৈনিক সাঙ্গু’র সম্পাদকের জেল

১৯ অক্টোবর, ২০২০ ৮:৪৬ পূর্বাহ্ণ
চেক প্রতারণা মামলায় ‘দৈনিক সাঙ্গু’র সম্পাদকের জেল

তিন লাখ টাকার চেক প্রতারণার মামলায় চট্টগ্রামের আঞ্চলিক দৈনিক ‘সাঙ্গু’র সম্পাদক কবির হোসেন সিদ্দিকীকে চার মাসের জেল ও সমপরিমাণ টাকা পরিশোধের নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

রোববার (১৮ অক্টোবর) চট্টগ্রামের দ্বিতীয় যুগ্ম দায়রা জজ আদালতের বিচারক সালামত আলী এ আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী আহমেদ কামরুল ইসলাম বলেন, ‘ব্যবসায়ী আহমেদুল আলম চৌধুরী রাসেলের কাছ থেকে তিন লাখ টাকা গ্রহণের পর তা পরিশোধ না করা ও চেক প্রতারণা মামলায় আঞ্চলিক দৈনিক সাঙ্গুর সম্পাদক কবির হোসেন সিদ্দিকীকে চার মাসের জেল ও সমপরিমাণ টাকা পরিশোধের নির্দেশ দিয়েছেন আদালত।’

শেয়ার