Top
সর্বশেষ

ডিএমপির ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি

২০ অক্টোবর, ২০২০ ১:১৬ অপরাহ্ণ
ডিএমপির ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার চারজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ।

ডিএমপি জানায়, বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পিওএম-উত্তর বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. আবদুল মালেককে সহকারী পুলিশ কমিশনার পিওএম-পশ্চিমে, সহকারী পুলিশ কমিশনার মো. রহমত উল্লাহকে সহকারী পুলিশ কমিশনার পিওএম-উত্তরে, সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল মালেককে সহকারী পুলিশ কমিশনার পিওএম-পশ্চিমে ও সহকারী পুলিশ কমিশনার মো. নিজাম উদ্দিনকে সহকারী পুলিশ কমিশনার পিওএম-উত্তর বিভাগে বদলি করা হয়েছে।

আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে।

শেয়ার