সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১২ দশমিক ২৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৪৩২ বারে ১ কোটি ১৯ লাখ ৫২ হাজার ৫২৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২ কোটি ৬৩ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এক্সিম ব্যাংকের শেয়ার দর আগের দিনের চেয়ে ১১ দশমিক ৭১ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ২৫৩ বারে ৫৯ লাখ ৫৮ হাজার ৪৯৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৭৬ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা স্ট্যান্ডার্ড ব্যাংকের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ২৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫০৮ বারে ১৮ লাখ ৮৫ হাজার ৩৩৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৬৮ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- বেক্সিমকোর ৫ দশমিক ৬৯ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ৫ দশমিক ১৭ শতাংশ, বিডি থাইয়ের ৪ দশমিক ৯০ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৪ দশমিক ৭৯ শতাংশ, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৪ দশমিক ৭৬ শতাংশ, সাউথইস্ট ব্যাংকের ৪ দশমিক ৬৪ শতাংশ ও রানার অটোমোবাইলের শেয়ার দর ৪ দশমিক ৪৩ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস