Top
সর্বশেষ

রপ্তানি খাতে নীতি সহায়তার সময়সীমা বাড়লো

০৭ জুন, ২০২১ ৪:০৭ অপরাহ্ণ
রপ্তানি খাতে নীতি সহায়তার সময়সীমা বাড়লো
নিজস্ব প্রতিনিধি :

বাংলাদেশ ব্যাংক কর্তৃক রপ্তানিখাতে বাণিজ্যিক নীতি সহায়তার সময়সীমা চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ছিল। সেই মেয়াদ বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (০৭ জুন) বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ কর্তৃক জারিকৃত এক সার্কুলার এ বিষয়টি জানিয়েছে।

নীতি সহায়তার অংশ হিসেবে রপ্তানি মূল্য প্রত্যাবাসন সময় ২১০ দিন পর্যন্ত রাখা হয়েছে। প্রযোজ্য সুদ হারে ব্যাক টু ব্যাক ঋণপত্রের সময়সীমা অতিরিক্ত ১৮০ দিন বৃদ্ধি করার সুযোগ থাকছে। রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) এর ঋণের অতিরিক্ত সময় ৯০ দিনের পরিবর্তে ১৮০ দিন পর্যন্ত বৃদ্ধি করা যাবে।

এছড়াও সাপ্লায়ার্স/বায়ার্স ক্রেডিটের আওতায় স্থাপিত ব্যাক টু ব্যাক ঋণপত্রের দায় পরিশোধের নিমিত্তে ইডিএফ থেকে ১৮০ দিন সময়ের জন্য অর্থায়ন সুবিধা গ্রহণ করা যাবে মর্মে সার্কুলারে বলা হয়েছে।

পাশাপাশি ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়কালে বিজিএমইএ ও বিটিএমএ এর সদস্য মিলের জন্য ইডিএফ ঋণ সীমা মাঃডঃ ৩০.০০ মিলিয়ন থাকছে। বৈদেশিক মুদ্রায় স্থানীয় সরবরাহ বিল ব্যাংকের নস্টো হিসাবের মাধ্যমে পরিশোধ ব্যবস্থাও একই সময়ের জন্য বলবত থাকবে।

এ বিষয়ে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) এর এক সহ-সভাপতি বলেন, বাংলাদেশ ব্যাংক কর্তৃক গৃহীত ব্যবস্থা বৈদেশিক বাণিজ্যে স্বস্তি প্রদান করবে। আলোচ্য সময়ে সহায়তায় রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো তাদের সমস্যা কটিয়ে উঠতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নীতি সহায়তা বর্ধিতকরণের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রশ্ন করা হলে তিনি জানান যে, চলমান পরিস্থিতিতে রপ্তানিকারকদেরকে স্বস্তি দেয়ার জন্য কতিপয় নীতি সহায়তার সময়সীমা পূর্বের ন্যায় বৃদ্ধি করা হয়েছে।

শেয়ার