Top
সর্বশেষ

‘কোন অন্যায়ের কাছে মাথা নত করেননি মোহাম্মদ নাসিম’

০৮ জুন, ২০২১ ৫:৩৪ অপরাহ্ণ
‘কোন অন্যায়ের কাছে মাথা নত করেননি মোহাম্মদ নাসিম’
নিজস্ব প্রতিবেদক :

কোন অন্যায়ের কাছে মাথা নত করেননি মোহাম্মদ নাসিম। দেশের রাজনীতিতে তার শূন্যতা পূরণ হওয়ার নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা।

মঙ্গলবার (৮ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবে সিরাজগঞ্জ সাংবাদিক সমিতি ঢাকার আয়োজনে প্রয়াত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, কর্মীবান্ধব নেতা ছিলেন নাসিম। দল ও দেশের জন্য তিনি দৌঁড়ে বেড়াতেন। অন্যায়ের কাছে মাথা নত করেননি। শেখ হাসিনার বিষয়ে তিনি আপোষ করেননি। মোহাম্মদ নাসিম ছিলেন দুঃসময়ের কান্ডারি। দল ও দেশের দুঃসময়ে তিনি সামনে থেকে অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং সংকট কাটাতে নেতৃত্ব দিয়েছেন।

স্বৈরাচারবিরোধী আন্দোলনে নাসিমের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেন, নাসিম তার কর্মের মাধ্যমে চির স্মরণীয় হয়ে থাকবেন।

নাসিমের সন্তান সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয় বলেন, রাজনীতিই ছিলো নাসিমের প্রথম পরিবার। নিজ পরিবারের চাইতে নেতাকর্মীদেরই বেশি গুরুত্ব দিতেন। করোনার মধ্যেও নিষেধ না শুনে সাধারণ মানুষের খোঁজখবর নিতে ছুটে গিয়েছেন। জীবনের পুরোটা সময় তিনি সাধারণ মানুষের জন্য এবং দেশের জন্য কাজ করেছেন।

স্মরণসভায় বক্তারা বলেন, ওয়ান ইলেভেনসহ আওয়ামী লীগের কঠিন সময়েও শেখ হাসিনার পাশে ছিলেন নাসিম।

শেয়ার