ডা. সারওয়ার মাহবুব তাঁর মাতা মরহুমা রেজিনা বেগমের চল্লিশার (চেহলাম) পুরো টাকা গণস্বাস্থ্যের নগর ডায়ালাইসিস সেন্টারে দান উপলক্ষে ডা. জাফরুল্লাহ চৌধুরীর হাতে তুলে দেন।
আজ মঙ্গলবার (৮ জুন) দুপুরে ধানমন্ডি নগর হাসপাতালে ডাক্তার সারওয়ার মাহবুব সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, কমিউনিটি মেডিসিন,আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতাল নেয়াখালী, বাসা ৯ এলিফ্যান্ট রোড ঢাকা তাঁর
নিজের পক্ষ থেকে মাতা মরহুমা রেজিনা বেগম (বয়স ৭৬ বছর) চল্লিশার পুরো টাকা গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারের দরিদ্র রুগীদের চিকিৎসা সহায়তায় দান করেছেন। গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষে প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী এই অনুদান গ্রহণ করেন।
এ সময় ডা. জাফরুল্লাহ চৌধূরী বলেন, প্রায়ত রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হকের একামাত্র সন্তান শিল্পী (গায়িকা) জয়িতা গত ২৩ মে গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারে দরিদ্রদের চিকিৎসার জন্য দান করে প্রথম উদারণ সৃষ্টি করেছেন। তার ধারাবাহিকতায় মিসেস শিরিন শাহাব ও ফারিহান রহমান তাঁদের পরিবারের পক্ষ থেকে মাতা মরহুমা নিলুফার চৌধুরীর চল্লিশার (চেহলাম) পুরো টাকা গণস্বাস্থ্যের নগর ডায়ালাইসিস সেন্টারে দান করেছেন। একেই ধারাবাহিকতায় সহকারী অধ্যাপক ডা. সারওয়ার মাহবুব তাঁর মায়ের চল্লিশার পুরো টাকা দান করলেন। আমরা গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারের পক্ষ থেকে তাঁদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরো বলেন, সহকারী অধ্যাপক ডা. সারওয়ার মাহবুব এই টাকা অনুদানের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাঁর পরিবার প্রতি কর্তব্য পালন করেছেন। তিনি তাঁদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি দেশের ধনাঢ্য ব্যক্তিদের মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি আরো বলেন, এ দানের টাকায় অসহায় হতদরিদ্র মানুষের গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারে কিডনী ও ডায়ালাইসিস চিকিৎসা করা হয়। গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারে “সকল দান আয়কর মুক্ত”। অনুদান দেওয়ার সময় উপস্থিত ছিলেন দানকারী সহকারী অধ্যাপক ডা. সারওয়ার মাহবুব ও গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারের সমন্বয়কারী ডা. খোন্দকার মুহিব উল্লাহ।