সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এমআই সিমেন্ট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ২৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৬৬ বারে ১ লাখ ৩২ হাজার ৪৮৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯২ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিডি ওয়েল্ডিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৬১ শতাংশ কমেছে। কোম্পানিটি ২২৩ বারে ২ লাখ ৩৬ হাজার ৬২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৭ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ফার্স্ট ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ০৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৯৮ বারে ২ লাখ ২৮ হাজার ৭৯০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৪ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে-জিকিউ বলপেনের ২ দশমিক ৮০ শতাংশ, স্কয়ার টেক্সটাইলের ২ দশমিক ৭৯ শতাংশ, আরামিট সিমেন্টের ২ দশমিক ৭৪ শতাংশ, আইটি কনসালটেন্টসের ২ দশমিক ৭৩ শতাংশ, বিএসআরএম স্টিলের ২ দশমিক ৬৮ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২ দশমিক ৬৬ শতাংশ ও মিরাকলের শেয়ার দর ২ দশমিক ৬৩ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস