Top
সর্বশেষ

বরিশালে ইলিশ নিধন বিরোধী অভিযানে জেলেদের হামলায় পুলিশ আহত

২১ অক্টোবর, ২০২০ ২:৪৪ অপরাহ্ণ
বরিশালে ইলিশ নিধন বিরোধী অভিযানে জেলেদের হামলায় পুলিশ আহত

বরিশালের নদীতে ‘মা ইলিশ’ নিধন বিরোধী পুলিশ-প্রশাসনের অভিযানে হামলা চালিয়েছে জেলেরা। বিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. জাকারিয়া রহমান এবং সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদি হাসানের নেতৃত্বাধীন একটি টিম মঙ্গলবার(২০ অক্টোবর) রাতে শহর লাগোয়া কীর্তনখোলা নদীতে অভিযানে নামেন।

রাত ১২ টার দিকে ওই টিমটি মেট্রোপলিটন বন্দর থানাধীন চন্দ্রমোহন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাশে গেলে একদল জেলে তাদের ওপর অতর্কিত হামলা চালালে তা প্রতিরোধ করতে গিয়ে ২ পুলিশ সদস্যসহ ট্রলারচালক আহত হন।

পরে পুলিশ প্রশাসন তাদের অভিযান গুটিয়ে এনে আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করে।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনিবুর রহমান জানান, মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ১২টার দিকে কীর্তনখোলা নদীর চন্দ্রমোহন এলাকার ৩ নম্বর ওয়ার্ড সংলগ্ন নদীতে একদল জেলে জাল ফেলে মা ইলিশ শিকার করছিল, এমন খবর পেয়ে তাদের টিম সেদিকে অগ্রসর হয়। নদীতীরে ওঠার আগেই অন্তত ২০/২৫ জন জেলে একত্রিত হয়ে তাদের ওপর লাঠিসোঠা নিয়ে হামলা করে।

পুলিশ সদস্যরা তাদের প্রতিরোধে এগিয়ে গেলে উপ-পরিদর্শক (এসআই) সজল সাহা, কনস্টেবল সোহাগ বসার এবং ট্রলারচালক আহত হন। পরিস্থিতি বেগতিক দেখে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. জাকারিয়া রহমানের নির্দেশে তাৎক্ষণিক অভিযান বন্ধ করে দেওয়া হয়। এবং আহত দুই পুলিশ সদস্যসহ ট্রলারচালককে উদ্ধার করে রাতেই শেবাচিম হাসপাতালে ভর্তি করে।

পুলিশ কর্মকর্তা  জানান, এই হামলার ঘটনায় স্থানীয় বন্দর থানা পুলিশকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এবং তদন্ত করে হামলাকারীদের দ্রুত শনাক্তসহ গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার কঠোর নির্দেশনা রয়েছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন- শীর্ষ কর্মকর্তার ওপর হামলায় জড়িতদের ধরতে একটি মামলা দায়ের পরবর্তী মাঠে নেমেছে পুলিশ।’

শেয়ার