Top
সর্বশেষ

অ্যাপোলো ইস্পাতের দুই পরিচালককে ১০ লাখ টাকা করে জরিমানা

২১ অক্টোবর, ২০২০ ১১:২৩ অপরাহ্ণ
অ্যাপোলো ইস্পাতের দুই পরিচালককে ১০ লাখ টাকা করে জরিমানা

পুঁজিবাজারে তালিকাভুক্ত অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের দুই পরিচালককে জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে তাদের জরিমানা করা হয়।

বুধবার (২১ অক্টোবর) বিএসইসির ৭৪৫তম নিয়মিত কমিশন সভায় আলোচ্য কোম্পানির পরিচালকদের জরিমানার সিদ্ধান্ত নেয় কমিশন।

সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে কোম্পানির দুই পরিচালক আর্ট ইন্টান্যাশনালকে ১০ লাখ এবং জুপিটার বিজনেস লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জানা গেছে, পূর্ব ঘোষণা ছাড়া অ্যাপোলো ইস্পাতের পরিচালক আর্ট ইন্টারন্যাশনাল লিমিটেড (রিপেজেন্টেড মমতাজুর রহমান) ৮ লাখ ৮৮ হাজার শেয়ার এবং জুপিটার বিজনেস লিমিটিড (রিপেজেন্টেড মুসফিকুর রহমান) ৮ লাখ ৯১ হাজার শেয়ার বিক্রি করেছে।

শেয়ার বিক্রির মাধ্যমে কমিশনের ২০১০ সালের ১৪ জুলাইয়ের নোটিফিকেশন লঙ্ঘন করা হয়েছে।

শেয়ার