Top
সর্বশেষ

সাকিবের ব্যাটে রান, মোহামেডানের সংগ্রহ ১৪৫

১১ জুন, ২০২১ ৩:২৩ অপরাহ্ণ
সাকিবের ব্যাটে রান, মোহামেডানের সংগ্রহ ১৪৫

আবাহনী লিমিটেডের বিপক্ষে লড়াকু সংগ্রহ করেছে মোহামেডান স্পোর্টিং লিমিটেড। অধিনায়ক সাকিব আল হাসান ও ওপেনার পারভেজ হোসেনের ইমনের ব্যাটে ১৪৬ রানের টার্গেট দিয়েছে আবাহনী।

দুপুর দেড়টায় ঢাকা লিগের সপ্তম রাউন্ডের ম্যাচে মুখোমুখি মোহামেডান ও আবাহনী। টসে জিতে মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসান ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ব্যাটিং করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান করে সাদাকালোর দল।

মোহামেডেনের শুরুটা ভালো হয়নি। প্রথম ৪ ওভারে আসে মাত্র ২২ রান। ঝড়ের আভাস দিয়ে ফেরেন পারভেজ ইমন। তার ব্যাট থেকে আসে ২৬ বলে ২৬ রান।

এরপর দ্রুত ৩ উইকেট হারিয়ে যখন ধুঁকছিল তখব ক্রিজে ব্যাট হাতে রান খরায় থাকা সাকিব। এদিন জ্বলে উঠেছিল তার ব্যাট। তবে বড় করতে পারেননি ইনিংস। সাইফউদ্দিনের বলে লং অফে সাকিবের সহজ ক্যাচ ফেলে দিয়েছিলেন মোসাদ্দেক। জীবন পেয়েও কাকজে লাগাতে পারেননি; পরের বলেই গালিতে ধরা পড়েন গালিতে। তার ব্যাট থেকে সর্বোচ্চ ২৭ বলে ৩৭ রান আসে।

সাকিব-ইমনরা আউট হয়ে গেলেও অপরাজিত থেকে মাঠ ছাড়েন মাহমুদল হাসান। তার ব্যাট থেকে আসে ২২ বলে ৩০ রান।

শেয়ার