Top

বিটিএসের নতুন অ্যালবাম আসছে ৯ জুলাই

১২ জুন, ২০২১ ৫:২৮ অপরাহ্ণ
বিটিএসের নতুন অ্যালবাম আসছে ৯ জুলাই

কোরিয়ার ব্যাংটন বয়েস নামে পরিচিত জনপ্রিয় ব্যান্ড বিটিএস। টানা দুই সপ্তাহ ধরে তাদের দ্বিতীয় ইংরেজি গান ‘বাটার’ শ্রোতাদের মাতিয়ে রেখেছে। এমন সময়ে নতুন অ্যালবাম প্রকাশের ব্যাপারে জানাল তারা।

৯ জুলাই বিটিএস ঘোষিত ‘আর্মি ডে’। এই দিবসেই প্রকাশ হতে যাচ্ছে তাদের নতুন অ্যালবাম। ২০১৪ সালে ভক্তদের উৎসর্গ করে দিনটির ঘোষণা দেয় এই ব্যান্ড। প্রযোজনা প্রতিষ্ঠান বিগ হিট মিউজিক এক বিবৃতিতে বলেছে, ‘বিটিএসের শিল্পীরা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরেই আমরা এ খবর জানিয়েছি।’ একই সঙ্গে স্পো টিভি নিউজের প্রতিবেদনে এ সম্পর্কে বিস্তারিত জানানো হয়।

বর্তমনে বিটিএস তাদের তৃতীয় জাপানি গানের অ্যালবাম নিয়ে ব্যস্ত সময় পার করছে। আগামী ১৬ জুন অ্যালবামটি প্রকাশ করা হবে বলে জানা গেছে।

এর আগে ২৫ মে গিনেসবুক অব ওয়ার্ল্ড রেকর্ডস জানায়, বিটিএসের সিঙ্গেল ট্র্যাক ‘বাটার’ গানটি ইউটিউব প্রিমিয়ারে আগের সব রেকর্ড ভেঙেছে। সেখানে একসঙ্গে ৩৯ লাখ দর্শক ভিডিওটি দেখেছে। এর আগে ‘ডায়নামাইট’ গানের জন্য বিটিএস সর্বোচ্চ দর্শক সংখ্যা অর্জন করে। এ গানের ভিডিও দেখেছেন ৩০ লাখ দর্শক।

উল্লেখ্য, গত ২৪ মে ‘বাটার’ গানটির ভিডিও প্রকাশের পর ১০ কোটি ৮২ লাখ দর্শক দেখেছেন। এখন শুধু এতটুকু দেখার রয়েছে, ৯ জুলাই প্রকাশিতব্য বিটিএসের গানের অ্যালবামটি কোনো রেকর্ড ভাঙে কি না।

শেয়ার