Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

বিকাশ দিচ্ছে দারাজের কুপন ও বিবিসি জানালার ফ্রি কোর্স

১৩ জুন, ২০২১ ৫:৪০ অপরাহ্ণ
বিকাশ দিচ্ছে দারাজের কুপন ও বিবিসি জানালার ফ্রি কোর্স
নিজস্ব প্রতিবেদক :

করোনাকালে নিরাপদ ডিজিটাল পেমেন্টকে উৎসাহিত করতে সারাদেশের নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ফি বিকাশে পরিশোধ করলে গ্রাহকরা পাচ্ছেন দারাজের কুপন ও বিবিসি জানালার কোর্সের ফ্রি সাবস্ক্রিপশন।
স্কুল, কলেজ ও ইউনিভার্সিটি মিলিয়ে সারাদেশের ১১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ফি বিকাশে পরিশোধ করে এই অফার নেয়া যাবে।

৫০ টাকা বা তার অধিক যেকোন অংকের ফি পরিশোধ করলে দারাজের ৫০ টাকার কুপন পাবেন গ্রাহক। পাশাপাশি বিবিসি জানালার ১টি ইংরেজি শিক্ষার কোর্স কোন খরচ ছাড়াই সাবস্ক্রিপশন করতে পারবেন।

ফি বিকাশ করলে পরবর্তী কর্মদিবসে এসএমএসের মাধ্যমে দারাজ শপিং ভাউচার এবং বিবিসি জানালা’র কোর্স সাবস্ক্রিপশনের কোড লিংক পেয়ে যাবেন গ্রাহক। দারাজ-এর ডিজিটাল পণ্য এবং শিশু খাদ্য ব্যতীত যেকোনো ক্যাটাগরির পণ্যের ক্ষেত্রে অন্তত ৩০০ টাকার কেনাকাটায় ভাউচারটি ব্যবহার করা যাবে।

একজন গ্রাহক মাসে একবার এবং অফার চলাকালীন তিন মাসে মোট তিনবার অফারটি পেতে পারেন। গ্রাহক প্রতিমাসের দারাজ কুপনটি পরের মাসের ১০ দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। কিন্তু বিবিসি জানালার কোর্সের ক্ষেত্রে সময়ের কোন লিমিট নেই।

গ্রাহকরা অ্যাপ থেকে কিংবা ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করে ফি বিকাশ করলে অফারটি উপভোগ করতে পারবেন।অফারটি চলবে ৩১ আগস্ট, ২০২১ পর্যন্ত। অফারের বিস্তারিত জানতে ভিজিট করতে হবে https://www.bkash.com/bn/edu-payment ওয়েবসাইটে।

শেয়ার