Top

সুপার ওভারে জিতে সুপার লিগে মোহামেডান

১৬ জুন, ২০২১ ২:২৯ অপরাহ্ণ
সুপার ওভারে জিতে সুপার লিগে মোহামেডান

খেলাঘর সমাজ কল্যাণের বিপক্ষে সুপার ওভারে জিতে ঢাকা লিগের সুপার লিগ নিশ্চিত করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ১১ ম্যাচে ৬ জয়ে মোহামেডানের সংগ্রহ ছিল ১৩ পয়েন্ট।

বুধবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি নেমে আসে ৫ ওভারে। আগে ব্যাট করে মোহামেডান ৯ উইকেটে ৮৮ রান তুলেছিল। জবাবে খেলাঘর ৫ ওভারে ৮৮ রানের বেশি করতে পারেনি। তাতে ম্যাচ গড়ায় সুপার ওভারে। রোমাঞ্চকর এই অংশে খেলাঘর মাসুম খানের ব্যাটে (১০) ১ উইকেট হারিয়ে ১৩ রান তুলেছিল। জবাবে ইরফান (৭) ও মজিদের (৬) ব্যাটে মোহামেডান ১ উইকেট হারিয়ে অনায়াসে লক্ষ্য ছুঁয়ে ফেলে।

বিকেএসপির ৪ নম্বর মাঠে প্রথমে ব্যাটিং করে আব্দুর মজিদের বিস্ফোরক ইনিংসের ওপর ভর করেই মোহামেডান ৮৮ রান সংগ্রহ করে। ৩০ বলে ৫ চার ও ৪ ছক্কায় মজিদ ৫৭ রানের ইনিংসটি খেলেছেন। খেলাঘরের বোলারদের মধ্যে মোহাম্মদ ইরফান ৯ রানে ৪ উইকেট নিয়েছেন।। ১টি করে উইকেট নিয়েছেন নুর আলম সাদ্দাম ও টিপু সুলতান।

৮৯ রানের লক্ষ্যে খেলতে নেমে নির্ধারিত ১০ ওভারে দুর্দান্ত খেলেছেন খেলাঘরের ব্যাটসম্যানরাও। মাসুম খানের ১৭ বলে অপরাজিত ৩৩ ও জহুরুল ইসলামের ১৫ বলে ২৮ রানের ইনিংসে ৮৮ রান করে তারা। মোহামেডানের বোলারদের মধ্যে তাসকিন আহমেদ ২২ রানে সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন।

শেয়ার