Top
সর্বশেষ

পেঁয়াজের দাম কমেছে ২০ টাকা

২৫ অক্টোবর, ২০২০ ১২:১৮ অপরাহ্ণ
পেঁয়াজের দাম কমেছে ২০ টাকা

মাত্র এক সপ্তাহের ব্যবধানে নাটোরে প্রতি কেজি পেঁয়াজের দাম কমেছে ১৫ থেকে ২০ টাকা। কন্দ জাতের পেঁয়াজ রোপণ শুরু হওয়ায় মজুত করা পেঁয়াজ বাজারে আসতে শুরু হয়েছে। এতে হাটগুলোতে সরবরাহ বাড়ায় কমছে পেঁয়াজের দাম। তবে দাম কমে যাওয়ায় ক্ষুব্ধ মজুতদার কৃষক ও ব্যবসায়ীরা।

এক সপ্তাহ আগেও নাটোরে প্রতি কেজি পেঁয়াজ ৮০ থেকে ৮৫ টাকায় বিক্রি হলেও এখন তা নেমে এসেছে ৬০ থেকে ৬৫ টাকায়। গত ১৪ সেম্টেম্বর থেকে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণার পর জেলার বড় বড় কৃষক ও মজুতদার ব্যবসায়ী পেঁয়াজ মজুত করেন। এতে করে হাটবাজারে পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় ৪০ টাকা কেজির পেঁয়াজ বিক্রি হয় ৮০ থেকে ৮৫ টাকায়।

তবে অক্টোবরের মাঝামাঝি সময় থেকে আগাম জাতের কন্দ পেঁয়াজ রোপণ শুরু হলে হাটবাজারে বেড়ে যায় সরবরাহ। এতে দামও কমছে।

গত বছর পেঁয়াজের দাম না কমায় এবার জেলায় প্রায় ৫০ হাজার টন পেঁয়াজ মজুত করা হয় বলে জানায় স্থানীয় কৃষি বিভাগ। এক সপ্তাহের ব্যবধানে দাম কমে যাওয়ায় ক্ষুব্ধ মজুতদার কৃষক ও ব্যবসায়ীরা।

গত বছর জেলার ৪ হাজার ৩০০ হেক্টর জমিতে ৭১ হাজার টন পেঁয়াজ উৎপাদন হয়। এবার সাড়ে ৪ হাজার হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।

শেয়ার