Top
সর্বশেষ

বহিষ্কার হতে পারেন বিএনপি নেতা শফী

১৯ জুন, ২০২১ ১:৩৬ অপরাহ্ণ
বহিষ্কার হতে পারেন বিএনপি নেতা শফী

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সিলেট-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শফী আহমদ চৌধুরীকে বহিষ্কার করা হতে পারে।

এরই মধ্যে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত মঙ্গলবার রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে থেকে তিনদিনের সময় দিয়ে এ নোটিশের জবাব দিতে বলা হয়।

নোটিশের জবাবও দিয়েছেন শফী। কিন্তু তার ব্যাখ্যা সন্তোষজনক না হলে তিনি বহিষ্কার হতে পারেন বলে বিএনপির একটি সূত্র যুগান্তরকে নিশ্চিত করেছে।

সূত্রে জানা গেছে, আজ শনিবার বিএনপির নিয়মিত স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিএনপির একজন নেতা যুগান্তরকে বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সেখানে শফী আহমদ কেন্দ্রীয় কমিটির নেতা হয়েও দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

তিনি আরও বলেন, ইতোমধ্যে শফী আহমদের ব্যাখ্যা দেওয়া ওই চিঠি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাঠানো হয়েছে।

শেয়ার