Top
সর্বশেষ

বাবা দিবসে গুগলের ডুডল

২০ জুন, ২০২১ ১১:৫০ পূর্বাহ্ণ
বাবা দিবসে গুগলের ডুডল

বাবা দিবস উপলক্ষে রোববার (২০ জুন) ডুডল প্রকাশ করেছে সার্চ ইঞ্জিন গুগল। প্রতি বছর বিশ্বব্যাপী জুন মাসের তৃতীয় রোববার বাবা দিবস হিসেবে পালিত হয়।

সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাদের বাবাকে ‘বাবা দিবসের’ শুভেচ্ছা জানিয়ে পোস্ট করছেন। একই সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানও নিজেদের ব্যবসায়িক প্রচারণার জন্য বাবাকে নিয়ে আবেগঘন পোস্ট করছে। গুগলও বাবা দিবসের জন্য বানিয়েছে বিশেষ ডুডল

বিভিন্ন উৎসব, অনুষ্ঠান ও ‍দিবসে ডুডল বানায় গুগল। সে হিসেবে প্রতি বছর বাবা দিবসেই নতুন ডুডল তৈরি করে তারা। তবে অন্যবারের তুলনায় এবারের ডুডল একেবারেই ভিন্ন রকম।

এটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল মিডিয়ায়ও পোস্ট করা যায়। অর্থাৎ ফেসবুক, ইন্সটাগ্রামসহ অন্যান্য প্ল্যাটফর্মে যারা বাবার সঙ্গে ছবি কিংবা বাবাকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস শেয়ার করছেন, তারাও এই ডুডল শেয়ার করতে পারবেন।

শেয়ার