সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯১ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৮৯ বারে ৪৪ লাখ ৭৯ হাজার ২৭৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৭ কোটি ৭৮ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ইন্ট্রাকোর দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯০ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৩১৬ বারে ৮১ লাখ ৪ হাজার ১০৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৭ কোটি ৮১ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা প্রাইম টেক্সটাইলের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৮ শতাংশ। কোম্পানিটি ৫৭৫ বারে ৯ লাখ ২৯ হাজার ৩৬৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৮৪ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-ম্যাকসন্স স্পিনিংয়ের ৯.৭১ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৯.৬৩ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৯.৬২ শতাংশ, খান ব্রাদার্সের ৯.৩২ শতাংশ, এএফসি এগ্রোর ৯.২৩ শতাংশ, গ্লোবাল হেভি কেমিক্যালের ৯.১৯ শতাংশ এবং রিংশাইনের শেয়ার দর ৯.০৯ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস