Top

ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ড. ইব্রাহিম রায়িসির প্রথম সংবাদ সম্মেলন

২১ জুন, ২০২১ ৫:১২ অপরাহ্ণ
ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ড. ইব্রাহিম রায়িসির প্রথম সংবাদ সম্মেলন
আন্তর্জাতিক ডেস্ক :

ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ড. ইব্রাহিম রায়িসি  বলেছেন, গত ২৮ জুনের প্রেসিডেন্ট নির্বাচনে ইরানের মহান জাতি যথারীতি যে মহাকাব্য রচনা করেছে তা ছিল জনগণের ইচ্ছা ও আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ।

নির্বাচনে জনগণের স্বতস্ফূর্ত উপস্থিতির মধ্যে বিশ্ববাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা ছিল বলে রায়িসি উল্লখ করেন।

বার্তা সংস্থা ইরান প্রেস জানিয়েছে, সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি আজ (সোমবার) ইরানের রাষ্ট্রপতি হিসাবে তাঁর প্রথম সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। তিনি আরও বলেন, করোনা মহামারির ভেতর শত্রুদের বিচিত্র শত্রুতা, মনস্তাত্ত্বিক যুদ্ধ, অর্থনৈতিক অনুযোগ ইত্যাদি বিচিত্র প্রতিকূলতা সত্ত্বেও নির্বাচনে জনগণের ওই আন্তরিক উপস্থিতি যথেষ্ট অর্থবহ।

সাইয়্যেদ রায়িসি বলেন, ওই উপস্থিতি ইরানের জনগণের মধ্যকার ঐক্য ও সংহতির বার্তা বহন করছে।

তিনি বলেন, বৈষম্য, দারিদ্র্য, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করাসহ অর্থনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন প্রয়োজন। এক কথায়, সর্বস্তরে ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর জোর দেন ড. রায়িসি। ইসলামি বিপ্লবের গৌরবময় মূল্যবোধের ভিত্তিতে মরহুম ইমাম ও শহীদদের পথ বিশেষ করে প্রিয় শহীদ ও জনগণের হৃদয়ের নেতা মরহুম কাসেম সোলাইমানীর আদর্শ অনুসরনের মাধ্যমে ওই প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। -পার্সটুডে

শেয়ার