Top

টাইগারদের জিম্বাবুয়ে সফর চূড়ান্ত

২১ জুন, ২০২১ ৫:৫৩ অপরাহ্ণ
টাইগারদের জিম্বাবুয়ে সফর চূড়ান্ত

চূড়ান্ত হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর-সূচি। এই সিরিজে ১টি টেস্ট ও ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবেন লাল সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান সোমবার (২১ জুন) দুপুরে মুঠোফোনে সফর চূড়ান্তের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর চূড়ান্ত হয়েছে। ২৮/২৯ জুন ক্রিকেটাররা জিম্বাবুয়ে যাবে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ৭জুলাই থেকে শুরু হবে খেলা। ম্যাচের সময়ের কোনো পরিবর্তন হয়নি। সিরিজ শুরু হবে একমাত্র টেস্ট দিয়ে। ৭ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত চলবে টেস্ট। এরপর ১৬, ১৮ ও ২০ জুলাই হবে তিনটি ওয়ানডে। একদিনের ক্রিকেটের পর ২৩, ২৫ ও ২৭ জুলাই হবে টি-টোয়েন্টি সিরিজ।

বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, করোনার সংক্রমনের ফলে ওদের সরকার সব ধরণের স্পোর্টস বন্ধ করেছে। জিম্বাবুয়ান ক্রিকেট বোর্ড আমাদের জানিয়েছে তারা ক্রিকেট চালিয়ে নিতে সরকারের সঙ্গে আলোচনা করছে। ওদের সিইও’র সাথে সকালে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন তারা সরকারের সাথে সিরিজ গড়ানোর লক্ষ্যে আলোচনা করছে এবং তারা আশাবাদী। আমরা তাদের সাথে যোগাযোগ রাখছি। তারা সিরিজ নিয়ে আত্মবিশ্বাসী।

শেয়ার