Top

ব্ল্যাক ফাঙ্গাসের ভুয়া ওষুধ তৈরি ও বিক্রির অভিযোগে আটক ১০

২২ জুন, ২০২১ ১২:০৪ অপরাহ্ণ
ব্ল্যাক ফাঙ্গাসের ভুয়া ওষুধ তৈরি ও বিক্রির অভিযোগে আটক ১০

দিল্লি পুলিশ ব্ল্যাক ফাঙ্গাসের ভুয়া ওষুধ তৈরি ও বিক্রির অভিযোগে ১০ জনকে আটক করেছে। এরমধ্যে ২ জন চিকিৎসক রয়েছেন। সোমবার দ‌্যা হিন্দুস্তান টাইমসের খবরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

দিল্লি ক্রাইম ব্রাঞ্চের ডিসিপি মনিকা ভরদ্বাজ বলেছেন, ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসায় ব্যবহৃত লাইপোসোমাল অ্যাম্ফোটেরিসিন-বি ইঞ্জেকশন ও ৩ হাজার ২৯৩ ভুয়ো ইঞ্জেকশন জব্দ করেছে পুলিশ। দক্ষিণপূর্ব দিল্লিতে ডা. আলতামাস হুসেইনের বাড়ি থেকে ভুয়া ওষুধ ও সরঞ্জাম জব্দ করা হয়।

তিনি আরো বলেন, উদ্ধার হওয়া বেশিরভাগ ইঞ্জেকশনই ব্ল্যাক ফাঙ্গাসের রোগের চিকিৎসায় লাগে। বেশ কয়েকটি রেমডিসিভির ইঞ্জেকশনও রয়েছে। এগুলোর বেশিরভাগই মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এছাড়া এই জালিয়াত চক্রের সঙ্গে জড়িত আটক ব‌্যক্তিদের প্রত্যেকের কর্মস্থল যাচাই করা হচ্ছে।

শেয়ার