করোনায় পুরোপুরি লণ্ডভন্ড হয়ে গেছে পুরো ভারত। এমন অবস্থায় ভারত থেকে কানাডায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে সেদেশের সরকার। দুই দফা ৩০ দিন করে সে মেয়াদ বাড়ানোর পর আরও এক মাসের জন্য নিষেধাজ্ঞা বহাল রেখেছে কানাডা সরকার। তবে এ সময় পাকিস্তান থেকে আসা যাত্রীদের কানাডায় আসার অনুমতি দেওয়া হয়েছে।
কানাডার পরিবহনমন্ত্রী ওমর আলঘাব্রা বলেছেন, ভারতে কোভিড ১৯-এর সংখ্যা এখনও অনেক বেশি থাকায় আমরা ওই দেশের জন্য আমাদের বিমানের বিধিনিষেধ বাড়িয়ে দিয়েছি, আমরা ক্রমবর্ধমান পরিস্থিতি মূল্যায়ন এবং যথাযথ ব্যবস্থা নির্ধারণ করে এগিয়ে যাচ্ছি।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রসহ সব দেশের সঙ্গে কানাডার সীমান্ত বিধিনিষেধ ২১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। জন সুরক্ষামন্ত্রী বিল ব্লেয়ার একটি টুইটের মাধ্যমে এ তথ্য জানিয়েছিলেন।
কোভিড ১৯-এর নতুন ভ্যারিয়েন্ট ঠেকাতে ২২ এপ্রিল প্রথম ৩০ দিনের জন্য কানাডা সরকার ভারত ও পাকিস্তানের যাত্রীদের সব ধরনের ফ্লাইট প্রবেশে নিষেধাজ্ঞা দেয়।
পরে ২২ মে এক মাসের মেয়াদ শেষ হতেই না হতেই নতুন করে আরও এক মাসের জন্য নতুন করে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এখন তা বাড়িয়ে ২১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে ভ্যাকসিন এবং প্রতিরক্ষামূলক সরঞ্জাম বহনকারী কার্গো বিমানগুলো কানাডায় প্রবেশ করতে পারবে।
সর্বশেষ তথ্যানুযায়ী, কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৯ হাজার ৬০৭ জন, মৃত্যুবরণ করেছেন ২৬ হাজার ৮৪ জন এবং সুস্থ হয়েছেন ১৩ লাখ ৭২ হাজার ৪৯১ জন।