স্পেনের বার্সেলোনার একটি কারাগারে অ্যান্টিভাইরাস সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ম্যাকাফির প্রতিষ্ঠাতা জন ম্যাকাফিকে মৃত অবস্থায় পাওয়া গেছে। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। স্পেনের একটি আদালত কর ফাঁকির মামলায় ম্যাকাফিকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার অনুমোদন দেওয়ার কয়েক ঘণ্টা পর কারাগারে তাঁর মরদেহ পাওয়া যায়।
ম্যাকাফি আত্মহত্যা করেছেন বলে এক বিবৃতিতে দাবি করেছে কাতালান বিচার বিভাগ। কাতালান বিচার বিভাগ জানিয়েছে, কারাগারে নিথর পড়ে থাকা ম্যাকাফিকে বাঁচানোর সব চেষ্টা করেও চিকিৎসকেরা ব্যর্থ হন। এছাড়া পরে এক বিবৃতিতে কাতালান বিচার বিভাগ বলেছে, সবকিছুই ইঙ্গিত করে ম্যাকাফি আত্মহত্যা করেছেন।
প্রযুক্তি দুনিয়ার বিতর্কিত চরিত্র ম্যাকাফির প্রতিষ্ঠান বিশ্বে সর্বপ্রথম বাণিজ্যিকভাবে অ্যান্টিভাইরাস সফটওয়্যার বিক্রি শুরু করেছিল। ম্যাকাফি ভাইরাসস্ক্যান কম্পিউটার জগতে শত শত কোটি ডলারের অ্যান্টিভাইরাস সফটওয়্যার শিল্প গড়ে উঠতে সহায়তা করে। জন ম্যাকাফি ২০১১ সালে প্রায় ৮০০ কোটি মার্কিন ডলার মূল্যে প্রযুক্তি প্রতিষ্ঠান ইনটেলের কাছে ম্যাক্যাফি ভাইরাসস্ক্যান বিক্রি করে দেন।