সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ। কোম্পানিটি ৯১২ বারে ৫ লাখ ৯১ হাজার ৭৮২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৯৫ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা কাট্টালি টেক্সটাইলের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৫২৩ বারে ৯৯ লাখ ৩৩ হাজার ৪৮৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩১ কোটি ৭৭ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ডাচ-বাংলা ব্যাংকের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩০৬ বারে ৩৩ লাখ ২০ হাজার ৬৩২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩০ কোটি ৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- গ্রীণডেল্টা ইন্স্যুরেন্সের ৯.৯২ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৯.৮২ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৯.৮১ শতাংশ, এস্কয়ার নিটের ৯.৭৮ শতাংশ, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৯.৭৬ শতাংশ, রূপালী ব্যাংকের ৯.৭৬ শতাংশ এবং ইন্ট্রাকোর শেয়ার দর ৯.৫২ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস