সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৪৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৩৯৯ বারে ১২ লাখ ৭০ হাজার ৯৪১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৯৯ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আরামিটের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ২৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩২৪ বারে ২০ হাজার ৮৬১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬৪ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা সিঅ্যান্ডএ টেক্সটাইলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ১২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭৫৫ বারে ৪১ লাখ ৩১ হাজার ১২৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৫৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- সমতা লেদারের ৪.৮৪ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৪.১৬ শতাংশ, জেমিনি সী ফুডের ৩.৮৩ শতাংশ, সাইফ পাওয়ারটেকের ৩.৭৩ শতাংশ, নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের ৩.৬৫ শতাংশ, আইএলএফএসএলের ৩.৬৩ শতাংশ এবং হা-ওয়েল টেক্সটাইলের শেয়ার দর ৩.২৫ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস