Top

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে মালেক স্পিনিং

২৬ জুন, ২০২১ ১০:২৩ পূর্বাহ্ণ
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে মালেক স্পিনিং
পুঁজিবাজার ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৫২ দশমিক ৮৬ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৮৭ কোটি ৯০ লাখ ৯৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩৭ কোটি ৫৮ লাখ ১৮ হাজার ৬০০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদার্সের দর বেড়েছে ২৯ দশমিক ৬৩ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২৮ কোটি ৪৬লাখ ১৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ৬৯ লাখ ২২ হাজার ৮০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা কাট্টালি টেক্সটাইলের বেড়েছে ২৮ দশমিক ৭৯ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৪৬ কোটি ৪৭ লাখ ১৪হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৯ কোটি ২৯ লাখ ৪২ হাজার ৮০০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে–সালভো কেমিক্যালের ২৩.৯৯ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ২৩.৬২ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ২২.৬২ শতাংশ, দেশবন্ধু পলিমারের ২১.৯৭ শতাংশ, ইউনিক হোটেলের ২১.৯৩ শতাংশ, প্রাইম টেক্সটাইলের ২০.৯৭ শতাংশ এবং এনভয় টেক্সটাইলের শেয়ার দর ১৯.২৩ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার