ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৬ কোটি ৮৪ লাখ ৬৯ হাজার ৯৮৫ টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ৬৫৪ কোটি ৩ লাখ ১ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা পাইওনিয়র ইন্স্যুরেন্সের ১ কোটি ৯৫ লাখ ৮৭ হাজার ৩৩০ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৬৭ কোটি ২১ লাখ ৮৯ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা ন্যাশনাল ফিড মিলের ৫ কোটি ৫২ লাখ ১১ হাজার ৬৭০ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৩০ কোটি ৬৮ লাখ ৬ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ম্যাকসন স্পিনিংয়ে ১৯২ কোটি ১৩ লাখ ৭৮ হাজার টাকার, মালেক স্পিনিংয়ের ১৮৭ কোটি ৯০ লাখ ৯৩ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ১৪৮ কোটি ৯৩ লাখ ৪ হাজার টাকার, কাট্টালি টেক্সটাইলের ১৪৬ কোটি ৪৭ লাখ ১৪ হাজার টাকার, ফরচুন সুজের ১৩১ কোটি ৭৩ লাখ ৯৪ হাজার টাকার, ড্রাগন সোয়েটারের ১২৮ কোটি ৩৭ লাখ ৩৪ হাজার টাকার ও কুইন সাউথের ১২১ কোটি ৯১ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস