যুক্তরাষ্ট্রে ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে একটি ১২ তলা অ্যাপার্টমেন্ট ভবন ধসে পড়ার পর সেখানে এখনও নিখোঁজ ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৯ জনে। উদ্ধার অভিযান চালিয়ে আরও তিনটি মৃতদেহ উদ্ধার করার পর এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে চার জনে। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
ফায়ার সার্ভিস বাহিনী ও উদ্ধারকারী দলের একজন মুখপাত্র সংবাদ সম্মেলনে বলেছেন, তাঁরা এখনও লোকজনকে জীবিত অবস্থায় উদ্ধারের আশা করছেন।
এর আগে মায়ামি-ডাডের মেয়র ড্যানিয়েল লেভিন-কাভা জানিয়েছিলেন, দুর্ঘটনার সময় ভবনটিতে অবস্থানকারীদের সংখ্যা তাঁদের হিসাব মতে ১০২ জন। তবে, ভবন ধসের মুহূর্তে বহুতল ওই ভবনে আসলে কত মানুষের বসবাস ছিল, তা পরিষ্কার নয়। ভবনটি ধসে পড়ায় ওই কমপ্লেক্সের ১৩০টি ইউনিটের অর্ধেক ধ্বংস হয়ে গেছে। ভবন ধসের কারণ এখন জানা যায়নি।
সার্ফসাইড শহরে এই ভবনটি নির্মাণ হয়েছিল ১৯৮০ সালে।