Top

জিয়াউর রহমানের সময়ে সশস্ত্র বাহিনী বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল: প্রধানমন্ত্রী

২৮ অক্টোবর, ২০২০ ১২:৫৮ অপরাহ্ণ
জিয়াউর রহমানের সময়ে সশস্ত্র বাহিনী বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল: প্রধানমন্ত্রী

জিয়াউর রহমানের সময়ে ১৯টি ক্যূ’য়ে বেশি সশস্ত্র বাহিনী বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৮ অক্টোবর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর ৮ টি ইউনিট/সংস্থাকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, কোন দেশের সঙ্গে বৈরিতা চায় না বাংলাদেশ। কিন্তু প্রয়োজনে যেকোন পরিস্থিতির জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে। দেশের উন্নয়ন ও দুর্যোগে জনগণের পাশে থেকে বিশ্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সশস্ত্র বাহিনী।

সরকার প্রধান আরও বলেন, করোনার মধ্য প্রণোদনা দিয়ে অর্থনীতিকে সচল রাখা হয়েছে। মানুষের উন্নত জীবন দেয়ার লক্ষে কাজ করছে সরকার।

শেয়ার