আর্থিক প্রতিবেদনে কারসাজির অভিযোগে সিরাজ খান বসাকের পার্টনার রামেন্দ্রনাথ বসাককে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে চাটার্ড একাউন্টেন্টদের সংগঠন ইনস্টিটিউট অফ চাটার্ড একাউন্টস অব বাংলাদেশ (আইসিএবি)।
সম্প্রতি সংগঠনটির কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত হয়েছে। গত বৃহস্পতিবার এই চিঠি সিরাজ খান বসাকের পার্টনারের অফিসে এসেছে বলে তিনি বাণিজ্য প্রতিদিনকে নিশ্চিত করেছেন। তবে অফিসে না যাওয়ার কারণে সেই চিঠি হাতে পাননি বলে জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রমতে, সিলভার লাইন টেক্সটাইলকে অডিট করার দায়ে আর্থিক প্রতিবেদন নিয়ন্ত্রক সংস্থা ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (FRC) একটি চিঠি দেয় আইসিএবিকে। এই চিঠিতে বলা হয় যে আর্থিক প্রতিবেদন তৈরিতে অনিয়ম করেছে সিরাজ খান বসাকের পার্টনার রামেন্দ্রনাথ বসাক।
ফলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়। পরবর্তীতে বিভিন্ন বিষয়ক পর্যালোচনা করে আইসিএবি এর কাউন্সিল সিদ্ধান্ত নিয়ে তাকে পাঁচ বছরের জন্য সকল ধরনের অডিট থেকে নিষিদ্ধ করা হয়েছে। যদিও পরবর্তীতে এই বিষয়ে আবার সতর্ক করে একটি চিঠি ইস্যু করে দেয় (FRC)। আইসিএবিকে দেওয়া চিঠিতে এফআরসি বলেছে, সিরাজ খানের বসকের পার্টনার একটি আর্থিক প্রতিবেদনকে তিনি বিভিন্নভাবে উপস্থাপন করেছেন।
তবে নিষিদ্ধ করার বিষয় নিয়ে আইসিএবি’র কাউন্সিল সদস্য ফোরকান উদ্দিন বাণিজ্য প্রতিদিনকে বলেন যে, আইন অনুযায়ী আমাদের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ থাকলে অভিযোগ পর্যালোচনা করে প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া যায়। এতে কারো চিঠি দেওয়া বা না দেওয়ার কোনো বিষয় নেই।