মহামারি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কিছুদিন আগেও সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত হয়েছিল। সেই অনুযায়ী সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ব্যাংক খোলা রাখা হয়েছে। এবার কঠোর লকডাউনে ব্যাংক খোলা না বন্ধ তা আজ রোববার (২৭ জুন) সিদ্ধান্ত হবে।
গতকাল শনিবার (২৬ জুন) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, জুন ক্লোজিংয়ের কারণে জাতীয় রাজস্ব বোর্ডের কিছু বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে।
প্রতিমন্ত্রীর এমন বক্তব্যের পর বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, ব্যাংক খোলা থাকবে না বন্ধ থাকবে সে সিদ্ধান্ত আগামী রোববার (২৭ জুন) ব্যাংকগুলোকে জানানো হবে। ‘লকডাউন’র বিষয়ে সরকারের প্রজ্ঞাপনের পরই আমরা বিস্তারিত জানাতে পারবো।