সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১২ দশমিক ০৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ১৫১ বারে ৯ লাখ ৭ হাজার ৬৩০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৩২ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সী পার্লের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৫৪৮ বারে ১৪ লাখ ৭৯ হাজার ৫০২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৩৪ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা পাইওনিয়ার ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৬০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ১৩৮ বারে ১১ লাখ ৩৬ হাজার ৬৯৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৮ কোটি ৪৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৯.৩২ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ৮.৮০ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ৮.৭৪ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ৮.৫০ শতাংশ, এস আলমের ৮.৩০ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৮.২১ শতাংশ এবং সাফকো স্পিনিংয়ের শেয়ার দর ৭.৮৪ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস