করোনায় দেশের প্রতিরক্ষা সচিব আবদুল্লাহ আল মোহসিন চৌধুরীর চির বিদায়ের এক বছর পূর্ণ হবে ২৯ জুন ২০২১ তারিখে। সৎ,কর্মনীষ্ঠ,সহিষ্ণু,কল্যাণকামী,ত্যাগী এই মানুষটির বিদায় একটা বড় ঝাঁকুনি দিয়েছিলো দেশের প্রশাসনকে। কারণ তিনি কর্মকালীন সময়ে বিদায় নিয়েছেন পরকালে আর সেই বিদায় বিশ^মহামারি করোনা আক্রান্ত হয়ে। যখন চারদিকে চলছে মৃত্যুর ভয়াবহতা। যখন দেশের সব পেশার সম্মুখ সারির মানুষগুলো করোনার প্রতিরোধ ও ত্রাণ কার্যক্রম সমন্বয় যুদ্ধে অবতীর্ণ। যখন সচিবগণ করোনা প্রতিরোধ ও ত্রাণ ব্যবস্থাপনায় একটি করে জেলার দায়িত্বে নিয়োজিত। প্রতিরক্ষা সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরীর দায়িত্ব ছিলো খাগড়াছড়ি জেলায়।
২০২০ এর ৮ মার্চে বাংলাদেশে কোভিড আক্রান্ত রোগী প্রথম সনাক্ত হয়। সেই থেকে এ পর্যন্ত শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ব্যবসা, শিক্ষাসহ সকল ক্ষেত্রের অনেক খ্যাতিমান ব্যক্তি কোভিডে আক্রান্ত হয়ে চলে গেছেন চিরদিনের জন্য। কোভিড যেনো বেছে বেছে আমাদের সেরা মানুষগুলোকেই নিয়ে গেলো একে একে। কি অসহায় আমরা, শুধু নির্বাক তাকিয়ে থেকেছি। কিছুই করার নেই। সবার কথা বলতে গেলে ঠাঁই খুঁজে পাবোনা অতল সমুদ্রে। শুধু একজনকে নিয়ে আজ বলছি, আমার দায় থেকে, বন্ধুত্বের দায়, সতীর্থের দায়, সহকর্মীর দায়, সমপাঠীর দায় । চিরবিদায়ের সারিতে ছিলেন বাংলাদেশের সিভিল প্রশাসনের আমার অনেক কনিষ্ঠ , সমসাময়িক ও জ্যাষ্ঠ কর্মকর্তা। সচিব পর্যায়ের বেশ কজন কর্মকর্তাও বিদায় নিয়েছেন যাদের অনেকেই ছিলেন অবসরপ্রাপ্ত। এর মধ্যে প্রথম পরকালে পাড়ি জমালেন অবসরপ্রাপ্ত সচিব বজলুল করিম চৌধুরী। কর্মে নিয়োজিতদের মধ্যে বিদায় নিয়েছেন লেজিসলেটিভ বিভাগের সচিব নরেন দাস। আর কর্মে নিয়োজিত থাকাকালীন বাংলাদেশের সিভিল প্রশাসনের সর্বোচ্চ পদের সিনিয়র সচিব ও প্রতিরক্ষা সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী পরপারে পাড়ি জমালেন করোনার সঙ্গে মাসাধিককাল যুদ্ধের পর। প্রতিটি জীবনই মূল্যবান। কিন্তু এই মৃত্যুটি আমাকে নানাদিক থেকে কষ্ট দিূেয়ছে। আমার এখনও মনে হয়না মোহসীন নেই। ও চিরদিনের জন্য নেই ভাবলে বুকটা ভারি হয়ে যায় অনেক কষ্টে।
এই মৃত্যুটির মধ্যে আমাদের ভাবার অনেকগুলো দিক আছে :
আবদুল্লাহ আল মোহসিন চৌধুরী ছিলেন বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। বিসিএস প্রশাসন ১৯৮৫ (৭ম ব্যাচ) সার্ভিসের সদস্য। তার আগে তিনি ছিলেন পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়ের সচিব। তাঁর অবসরে যাওয়ার কথা ছিলো ৩১ ডিসেম্বর ২০২১ তারিখে। বেঁচে থাকলে এখনও তিনি বহাল থাকতেন সিনিয়র সচিবের পদে। ১৪ জুন ২০২০ তারিখে তিনি হয়েছিলেন সিনিয়র সচিব। সেদিন তাঁর সঙ্গে অনেক কথা হয়েছিল আমার। আমি অবসরে গিয়েছি ১০ ফেব্রæয়ারি ২০২০ তারিখে। তাঁর চাকরিতে তখনও থাকা, সিনিয়র সচিব হওয়া, অসুস্থতা নিয়ে হয়েছিলো আনন্দ আর দুশ্চিন্তার কথামালা একসঙ্গে। ১৪ জুন রাতেই তঁকে স্থানান্তর করা হলো ভেন্টিলেশনে। তারপর থেকে আর তাঁর সঙ্গে কথা হয়নি। এক একদিন পার হলো অনিশ্চয়তায়, শংকায়, দুশ্চিন্তায়। ২৯ জুন তারিখের সকাল ৯.৩০ টায় অতিমারি কোভিড এর কবলে হারিয়ে গেলেন বাংলাদেশের প্রতিরক্ষা সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী। প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের পদে কর্মরত থাকাকালীন কোভিডের কবলে না ফেরার দেশে চলে গেলেন, তিনিই একমাত্র ব্যক্তি। কোভিড একটা বড় ঝাঁকুনি দিয়ে গেলো বাংলাদেশের আমলাতন্ত্রকে। এমন একটি কষ্টের বিদায় ঘটে গেলেও প্রশাসন করোনা ব্যবস্থাপনা থেকে এক বিন্দু পিছু হটেনি। মোহসীন যেনো তার সতীর্থদের আরো প্রত্যয়ী করে দিয়ে গেছে।
আমার জানামতে তিনি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেই দিন যাপন করছিলেন কোভিডকালে। যতটা সম্ভব ঘরে কাটিয়েছেন। স্বাস্থ্য বিধি মেনে চলেছেন সবসময়। অফিসে করেছেন সতর্কতার সঙ্গে। করোনায় পজেটিভ হলেন ৬ জুন ২০২০ তারিখে। নিজেই যোগাযোগ করে চলে গেলেন সিএমএইচ এ, পরিবারের সুরক্ষার কথা ভেবে। বার বার বলেছেন, ভালো আছি, ইনশাল্লাহ ফিরে আসবো। আমি সেদিনও তাঁর সঙ্গে কথা বললাম। তিনি জানালেন, ততটা খারাপ অনুভব করিনি। তবুও হাসপাতালে থাকাটাই নিরাপদ ভেবেছি বলে চলে এলাম। ভালো আছি, ইনশাল্লাহ ফিরে আসবো। আমি করোনা নিয়ে ফেসবুকে তখন নিয়মিত ছড়া লিখছি। মহসিন আমার নামকরণ করল করোনা কবি। আমি ভুলতে পারছিনা তাঁর সে উচ্চারণ।
চাকরিতে মহসিন ছিলেন অতুলনীয় দক্ষতা,সততা ও সুনামের অধিকারি। ছিলেন ভদ্র অমায়িক মিতভাষি ও বিনয়ী । কাজে ছিলেন সবসময় কর্মতৎপর, একনিষ্ঠ, দেশপ্রেম ও পরিমিতিবোধের ব্যক্তিত্ব। তাঁর সঙ্গে আমার প্রথম দেখা ১৯৭৯ সালের ফেব্রæয়ারি -মার্চের কোন একটি দিন। আমরা ভর্তি হলাম ঢাকা বিশ^বিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগে। এখন এই বিভাগের নাম মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ। আটটি বছর কাটিয়েছি আমরা একসঙ্গে কার্জন হল ক্যাম্পাসে। ফজলুল হক হলে। কত মধুর স্মৃতিযুক্ত আমাদের বন্ধুত্ব, ধারাবাহিকতা থেকেছে চাকুরি জীবনেও। একই প্ল্যাটফর্মে কর্মে থেকে প্রতিনিয়ত সুখ- দুঃখ, আনন্দ-বেদনা, চাওয়া-পাওয়া আর ভালো মন্দ ভাগাভাগি করেছি, যার কোন সীমা নেই। হাসপাতালে ভর্তির পর প্রতিদিনই প্রায় আমার সঙ্গে তাঁর কথা হয়েছে। প্রতি মুহূর্তেই মনে হয়েছে এইতো তাকে রিলিজ দেয়া হবে। ফোনে হাসি ঠাট্টাও হয়েছে। দেশের সবচেয়ে দক্ষ ও কার্যকর চিকিৎসাস্থান সিএমএইচ এর চিকিৎসা নিয়েও কথা হয়েছে প্রতিদিন। তাঁর প্রচন্ড আস্থা সিএমএইচ এর প্রতি। তাঁর চিকিৎসা দেখভাল করছেন নটরডেম কলেজের তারই ক্লাসমেট সামরিক বাহিনীর একজন সিনিয়র ডাক্তার। আমাদের বিশ^াস ছিলো মোহসিন অবশ্যই ফিরে আসবে।
প্রতিরক্ষা সচিব হিসেবে মোহসিন সর্বোচ্চ চিকিৎসা পেয়েছে। পেয়েছে এমন একজন চিকিৎসক যিনি মেজর জেনারেল এবং মোহাসিনের কলেজ ক্লাসমেট-যা আগেই উল্লেখ করেছি। তিনিও প্রতিনিয়ত আমাদেরকে তথ্য পাঠিয়েছেন মোহসীনের শারিরীক অবস্থা নিয়ে। তাতে আমরা দেখেছি চিকিৎসকরাও মনে করেছেন মোহসীন ফিরে আসবে। ভালো হয়ে উঠছে নিশ্চিত। পরবর্তীতে ডাক্তারের উক্তি অনুযায়ী, মোহসীনকে নিয়ে হঠাৎই তাঁরা নিরুপায় হয়ে উঠলেন। কোনভাবেই নাগাল টেনে ধরতে পারলেন না মোহসীনের জীবনের। রাষ্ট্রের এরকম একটি পর্যায়ে থেকেও নিরুপায় দেশের সবচেয়ে সুরক্ষিত ও সমৃদ্ধ ও দক্ষ হাসপাতাল। ধরে রাখতে পারলাম না আমরা আমাদের বন্ধু মোহসীনকে।
এই আলোচনায় আমি বলতে চেয়েছি, ব্যক্তির সর্বোচ্চ সচেতনতা, সবচেয়ে উঁচু মানের হাসপাতাল পরিষেবা, গুরুত্বপূর্ণ পদের সুযোগ-সুবিধা ও মানসিক আনুকুল্য, বন্ধুবৎসল ও শুদ্ধ মানুষ হিসেবে অর্জিত লক্ষ শুভার্থীর দোয়া ও প্রার্থনা উপেক্ষা করে আমাদের কাছ থেকে চিরবিদায় নিলেন দেশের প্রতিরক্ষা সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী। চোখের জলে ভাসলেন তার মা, তার স্ত্রী-পরিবার, তাঁর সিভিল সার্ভিসে যুক্ত অন্যান্য সহোদররা, বিদেশে থাকা তার দুই সহোদর, সিভিল সার্ভিসের সদস্য তাঁর তিন সহোদর যাদের একজন কবি কামাল চৌধুরী ও মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব আর আমরা অগণিত বন্ধু সমপাঠি, সতীর্থ, শুভার্থী। আমাদের এতটাই স্তম্ভিত করেছে মোহসীন এর চিরবিদায়-কখনও ভুলতে পারবো না তাঁকে। ভুলবেনা আমাদের সিভিল প্রশাসন। ভুলবেনা দেশ। একজন সিনিয়র সচিব, যার চাকরি করার কথা ছিলো ৩১ ডিসেম্বর ২১ পর্যন্ত, সিএমইচ এর বিছানায় শুয়ে যিনি পেয়েছিলেন সর্বোচ্চ সেবা, তিনিও কিভাবে নীরবে চলে গেলেন চিরতরে। কবি সুনীলের কবিতা ‘যে যায় সে চলে যায়, যারা আছে তারাই জেনেছে বাঁ হাতের উল্টোপিঠে কান্না মুছে হাসি আনতে হয়’ । আমরা তাই করেছি। ভালো থেকো বন্ধু আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী পরপারের দেশে।
লেখক: ফারুক হোসেন, সাবেক সচিব, শিশুসাহিত্যিক ও ছড়াকার।