Top
সর্বশেষ

ফি ছাড়াই সিএসইতে চলবে বাল্ক-ফরেন ট্রেড

৩০ অক্টোবর, ২০২০ ৯:৩৬ পূর্বাহ্ণ
ফি ছাড়াই সিএসইতে চলবে বাল্ক-ফরেন ট্রেড

লেনদেনে আগ্রহী করে তুলতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বাল্ক এবং ফরেন ট্রেডে কোনো ফি নেওয়া হবে না। এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আর এ সুযোগ আগামী নভেম্বর থেকে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে।

সিএসই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সিএসই জানিয়েছে, বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটে বিদেশি বিনিয়োগকে আরও উৎসাহিত করার লক্ষ্যে বাল্ক এবং ফরেন উইন্ডোর লেনদেনে তিন মাস ফি নেওয়া হবে না। তাতে লেনদেন তরান্বিত হবে বলে আশা করছে সিএসই।

আলোচ্য সময়ে সিএসই’র ট্রেক হোল্ডারদের জন্য বাল্ক এবং ফরেন উইন্ডোতে ট্রেড করলে কমিশন চার্জ সম্পূর্ণ ফ্রি করা হয়েছে। সিএসই শেয়ারহোল্ডারদের কাছ থেকে কোনো কমিশন চার্জ না নেওয়ার মাধ্যমে লেনদেনে আগ্রহী করে তুলবে। এর মাধ্যমে পুঁজিবাজারে লেনদেনের সুযোগ আরও বেড়ে যাবে।

একইসঙ্গে ট্রেকদের ব্যবসা করার সুযোগ বাড়বে বলে আশা করা যাচ্ছে।

শেয়ার