Top
সর্বশেষ

বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস আজ

০১ নভেম্বর, ২০২০ ১:২০ অপরাহ্ণ
বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস আজ

মুজিববর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান এই স্লোগানে আজ রোববার (১ নভেম্বর) পালিত হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস। মূলত যুবকদর স্বনির্ভর করতে, এবং কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগকে গতিশীল করতে দিবসটি পালিত হয়ে আসছে। এ দিবস উপলক্ষে গতকাল শনিবার প্রেসিডেন্ট আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক ভাবে বাণী দিয়েছেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে এ বছর জাতীয় যুব দিবসের নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস, ২০২০’।

আজ রোববার সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রশিক্ষিত সফল যুবক ও যুব মহিলাদের মধ্য থেকে আত্মকর্মসংস্থান প্রকল্প স্থাপনে দৃষ্টান্তমূলক অবদান রাখার স্বীকৃতি হিসেবে ২১ জন সফল আত্মকর্মী যুব ও ৫ জন যুব সংগঠককে এ বছর জাতীয় যুব পুরস্কার দেয়া হবে। উন্মোচন করা হবে স্মারক ডাকটিকেট ও খাম।

শেয়ার