Top
সর্বশেষ

ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজের বিডিং শুরু

০২ নভেম্বর, ২০২০ ১০:১৩ পূর্বাহ্ণ
ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজের বিডিং শুরু

পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের লক্ষ্যে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বুক বিল্ডিং পদ্ধতিতে কাট-অব প্রাইস নির্ধারণের জন্য ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের বিডিং শুরু আজ।

রোববার (১ নভেম্বর) থেকে বিডিং প্রক্রিয়া শুরু হয়ে চলবে আগামী ৪ নভেম্বর বিকেল ৫টায় পর্যন্ত।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ১০ সেপ্টেম্বর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৩৯তম সভায় কোম্পানিটির বিডিংয়ের অনুমোদন দেওয়া হয়।

তথ্য মতে, বুক বিল্ডিং পদ্ধতিতে আইপিও মাধ্যমে পুঁজিবাজার থেকে ৫০ কোটি টাকা উত্তোলন করবে ইনডেক্স অ্যাগ্রো। সংগ্রহীত অর্থ দিয়ে কোম্পানিটি ভবন নির্মাণ, মেশিনারিজ ও ইকুইপমেন্ট ক্রয় এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ২০১৮-১৯ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৭.০৭ টাকা। আর বিগত ৫টি আর্থিক বিবরণী অনুযায়ী ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৫.৬০ টাকা। ২০১৯ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৫.০৩ টাকায়।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে এএফসি ক্যাপিটাল ও ইবিএল ইনভেস্টমেন্টস।

শেয়ার