Top
সর্বশেষ

পেঁয়াজের সংকট নিরসনে কমিটি, প্রতিবেদন দিতে হবে ৭ দিনে

০২ নভেম্বর, ২০২০ ১০:১৭ পূর্বাহ্ণ
পেঁয়াজের সংকট নিরসনে কমিটি, প্রতিবেদন দিতে হবে ৭ দিনে

পেঁয়াজের সংকট নিরসনে বাণিজ্য মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ‌্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন ‘পেঁয়াজের সমস্যা সমাধানে সম্ভাব্য করণীয় ঠিক করতে আজ একটি কমিটি করা হয়েছে। এই কমিটি ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে। এরপর পরবর্তী করণীয় ঠিক করা হবে।’

রোববার (১নভেম্বর) রাজধানী পুরানা পল্টন এলাকায় অর্থনৈতিক বিষয়ক সাংবাদিকদের সংগঠন ‘ইকোনমিক রিপোর্টার্স ফোরাম’ (ইআরএফ) ভবনে ‘ইআরএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

বাণিজ‌্যমন্ত্রী বলেন, ‘৩ বছরের মধ্যে পেঁয়াজে আমদানি-নির্ভরশীলতা কমানোর উদ‌্যোগ নেওয়া হচ্ছে। এই সময় কৃষকদের পেঁয়াজ উৎপাদনে উৎসাহিত করা হবে।’ তিনি বলেন, ‘আজ কৃষি মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে একটি যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পেঁয়াজ নিয়ে সাধারণ মানুষ গত কয়েক বছর ধরে যে ভোগান্তির শিকার হচ্ছে, তা নিয়ে সরকারের উদ্বেগের কথা জানানো হয়েছে।’

টিপু মুনশী বলেন,‘আমাদের প্রতি বছর ৭/৮ লাখ টন পেঁয়াজ ঘাটতি থাকে। এর বেশিরভাগই প্রতিবেশী দেশ ভারত থেকে আমদানি করা হয়। পেঁয়াজের এই ঘাটতি পূরণে ভারতের ওপর নির্ভরতা কমানোর একটি স্থায়ী ব্যবস্থা হচ্ছে নিজস্ব উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা। আমরা সেই উদ্যোগের দিকেই যাচ্ছি।’

ইআরএফ সভাপতি সাইফ ইসলাম দিলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এশিয়া ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর কাজী ফয়সাল বিন সিরাজ। স্বাগত বক্তব্য রাখেন ইআরএফের সাধারণ সম্পাদক এস এম রাশেদুল ইসলাম।

অনুষ্ঠানে অর্থনৈতিক বিষয়ে বিভিন্ন মাধ্যমে সেরা প্রতিবেদনের জন্য ১৫জন সাংবাদিককে ৫০ হাজার টাকার চেক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

শেয়ার