Top
সর্বশেষ

অধিকাংশ কোম্পানির শেয়ার দর বাড়লেও লেনদেন কমেছে

০২ নভেম্বর, ২০২০ ১০:১৮ পূর্বাহ্ণ
অধিকাংশ কোম্পানির শেয়ার দর বাড়লেও লেনদেন কমেছে

দেশের পুঁজিবাজারে রোববার ( ১ নভেম্বর) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন সব ধরনের সূচক বাড়লেও লেনদেনের পরিমাণ কমেছে।

জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭০০ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণে দাঁড়িয়েছে ৭৮৫ কোটি ৩৫ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৯৬৩ কোটি ৩৫ লাখ টাকা।

ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৮টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ২০৩ টির, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪টি শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৮১ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ৯০ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪১০ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে লেনদেন হওয়া ২৬৪টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৫৩টির, কমেছে ৬২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯ টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ২৫ কোটি ৫৯ লাখ টাকা।

শেয়ার