Top

অন্তর্বর্তীকালীন লভ্যাংশের বিষয়ে নির্দেশনা জারি করেছে বিএসইসি

০২ নভেম্বর, ২০২০ ১০:২০ পূর্বাহ্ণ
অন্তর্বর্তীকালীন লভ্যাংশের বিষয়ে নির্দেশনা জারি করেছে বিএসইসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশের বিষয়ে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নির্দেশনায় আগে জারি করা নোটিফিকেশনের বিষয়টি আরও স্পষ্ট করলো কমিশন।

রোববার (১ নভেম্বর) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, অন্যান্য সিকিউরিটিজ আইন পরিপালন করে ও সংশ্লিষ্ট প্রান্তিকের আর্থিক হিসাব বিবরণীতে যথাযথ ক্ষতি (যদি থাকে) অথবা অনারোপিত ব্যয় অথবা প্রভিশন সংরক্ষণ করে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিগুলোর সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী পুঞ্জিভূত অর্জিত মুনাফা থাকলে তা হতে অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা ও বিতরণ করতে পারবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রান্তিক আর্থিক হিসাব বিবরণী নিরীক্ষার বাধ্যবাধকতা নেই। এটা অনিতিবিলম্বে কার্যকর হবে।

নির্দেশনার মাধ্যমে লভ্যাংশ দেওয়ার ক্ষেত্রে প্রান্তিকের আর্থিক হিসাব নিরীক্ষার বাধ্যবাধকতা কিছুটা শিথিল হয়েছে। বিনিয়োগকারী ও কোম্পানির আবেদন পর্যালোচনা করে কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।

 

শেয়ার