পুঁজিবাজারে তালিকাভুক্ত ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর,২০২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান আগের চেয়ে কমছে।
রোববার (১ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, জানুয়ারি থেকে সেপ্টেম্ব পর্যন্ত নয় মাসে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৭০ পয়সা। আগের বছর একই সময়ে লোকসানের পরিমাণ ছিল ৬ টাকা ০৮ পয়সা। সে হিসেবে কোম্পানির লোকসানের পরিমাণ দিন দিন কমছে।
শুধু তৃতীয় প্রান্তিকে জুলাই থেকে সেপ্টেম্বর তিন মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫৯ পয়সা। আগের বছর একই সময় লোকসানে ছিল ২ টাকা ৬৩ পয়সা।